খালিয়াজুরিতে চেয়ারম্যান পদে ২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
নেত্রকোণার খালিয়াজুরিতে প্রথম দফা ইউপি নির্বাচনের প্রচারণা সরব হয়ে উঠেছে। ইতোমধ্যেই বড় দু’দলসহ রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছে। দলের মনোনীত প্রার্থীরা দলীয় ব্যানারে মনোনয়ন পত্র দাখিল করেছে।
খালিয়াজুরি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত গোলাম আবু ইসহাক, বিএনপির মনোনীত মাহবুবুর রহমান, মেন্দিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত লোকমান হাকিম, বিএনপির মনোনীত আজহারুল ইসলাম নান্টু, চাকুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত আবুল কালাম আজাদ, বিএনপির মনোনীত মির্জা জিয়া উদ্দিন, কৃষ্টপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নাজিম উদ্দিন, বিএনপির মনোনীত আঃ রহমান আজাদ আকবরী, নগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত হরিধন সরকার, বিএনপির মনোনীত ডা. শচীন্দ্র সরকার এবং গাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত আতাউর রহমান।
খালিয়াজুরি উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টির ১ জন, স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৬ জন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ২১৩ জন ও সংরক্ষিত পদে ৭৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কামাল হোসাইন/ এমএএস/পিআর