চকরিয়ায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে নিজেদের গাছে উঠে শুকনো ডাল সংগ্রহ করছিলেন গৃহকর্তা। কিন্তু অসাবধানতায় গাছ থেকে মাটিতে পড়ে করুণ মৃত্যু হয়েছে তার। রোববার দুপুরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।

নিহত গৃহকর্তার নাম মোহাম্মদ আনিছ (৩৫)। তিনি ওই গ্রামের আবদুল করিমের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম কাজল বলেন, রোববার ভরদুপুরে আনিছ বাড়ির উঠানে একটি ম্যালেরিয়া গাছে (ইউক্যালিপটাস গাছ) ওঠেন লাকড়ি সংগ্রহ করতে। অসাবধানবশত গাছের একটি ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে প্রতিবেশির সহায়তায় তাৎক্ষণিকভাবে পরিবার সদস্যরা তাকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সায়ীদ আলমগীর/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।