রামেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল আহম্মেদ (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুলবুল নগরীর গুড়িপাড়া এলাকার তৈহির উদ্দিনের ছেলে।
রোববার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বুলবুল অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোববার দুপুরে তার মৃত্যু হয়। বুলবুলের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়রি হয়েছে। মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি ছিলেন বুলবুল।
শাহরিয়ার অনতু/এআরএ/এবিএস