ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি সম্রাট সম্পাদক হুমায়ুন


প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মোহাম্মদ ইফতখোর সম্রাটকে সভাপতি ও হুমায়ুন কবরি নিরুকে সাধারণ সম্পাদক করে বাংলাদশে ছাত্রলীগের প্রবাসী ডেনমার্ক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়ছে। রোববার রাতে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে ফয়সাল মাহমুদ, নাসির উদ্দিন রানা, শাওন বড়ুয়া, তাসনোভা বিনতে দিশা, আরমান রুবেল আহমেদকে সহ-সভাপতি, সামসুদ্দোহা ইয়াকিন, কিশোর দেবনাথ কিষাণ, মারজিয়া রহমান মুনিয়াকে যুগ্ম-সাধারণ সম্পাদক, শ্যামল হালদার নিরব, ইরফান হাসান হিমেল, সৈয়দ পাভেল, ইরফান শাহ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক, এস এম হাসানুজ্জামান ফুয়াদকে প্রচার সম্পাদক, সাকিব বিন রেজাকে দফতর সম্পাদক, রুবেল আহমেদকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, শাহরিয়ার আদরকে সাংস্কৃতিক সম্পাদক, এমডি বোরহান উদ্দিন জুনায়েদকে সমাজসেবা সম্পাদক, ফোরহান উদ্দিনকে ক্রীড়া সম্পাদক, রাইসুল ইসলাম রায়হানকে পাঠাগার-বিষয়ক সম্পাদক, আরজু হাসানকে তথ্য ও গবেষণা-বিষয়ক সম্পাদক, লিন্ডা হাসানকে ছাত্রী-বিষয়ক সম্পাদক, ইকবাল হোসেন মুন্নাকে অর্থ-বিষয়ক সম্পাদক, মইনুল হাসানকে আইন-বিষয়ক সম্পাদক, শাকির বাপ্পীরকে পরিবেশ-বিষয়ক সম্পাদ, সুবীর বড়ুয়াকে বিজ্ঞান ও তথ্যবিষয়ক সম্পাদক, ইয়াসির আরাফাতকে ধর্ম-বিষয়ক সম্পাদক, অমিত বড়ুয়াকে গণশিক্ষা সম্পাদক এবং নির্মল গোপকে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কাজী হামিদ, আরিফ রনি, তপু রায়, মোহাম্মদ শউকত, সিরাজুল আহমেদ রকিকে সহসম্পাদক এবং কাজী আহমেদ, ইমন আলম, মুফতি জুবায়েদ, রিফাত হোসেন, ইরফানুল হক, আলী হায়দার, নিকন তৌহিদ, ফিয়াজ রহমান, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ রানা ও জাহিদ হোসেনকে সদস্য করা হয়েছে।

এদিকে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, ডেনমার্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন ডেনমার্ক ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

সুব্রত মণ্ডল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।