জয়ের ১২ ঘণ্টা পর টাইগারদের অভিনন্দন খালেদার


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে রোববার শ্রীলংকাকে হারানোর ১২ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শক্তিশালী শ্রীলংকাকে ২৩ রানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়ায় সোমবার সকাল সোয়া ১০টায় টাইগারদের এই অভূতপূর্ব সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশি ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ‘আমি খুবই আশাবাদী-নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে টাইগাররা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরণের সফলতা অর্জনে সক্ষম হবে। সারাদেশের ক্রিকেটপ্রেমীরা টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে তাতে আমিও তাদেরকে নিয়ে গর্ববোধ করছি।’

বেগম জিয়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

এমএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।