এশিয়া কাপে পয়েন্ট তালিকায় এগিয়ে বাংলাদেশ-ভারত
এশিয়া কাপে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। ২টি করে ম্যাচ খেলেছে ভারত, শ্রীলংকা এবং আরব আমিরাত। ১টি মাত্র ম্যাচ খেলেছে পাকিস্তান। জয়-পরাজয় এবং পয়েন্টের হিসাবে এখনও পর্যন্ত এগিয়ে ভারত। প্রথম ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে ৪৫ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে, ৫ উইকেটের ব্যবধানে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
অপরদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৫১ রানে এবং শ্রীলংকাকে ২৩ রানে হারিয়েছে। সুতরাং, বাংলাদেশেরও পয়েন্ট ৪। তবে সমান সংখ্যক পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে মাশরাফিরা। রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারানোর কারণে শ্রীলংকার পয়েন্ট ২। পাকিস্তান এবং আরব আমিরাত এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
এশিয়া কাপের পয়েন্ট তালিকা
|
দেশ |
ম্যাচ |
জয় |
পরাজয় |
টাই/ড্র |
পয়েন্ট |
|
ভারত |
২ |
২ |
০ |
০ |
৪ |
|
বাংলাদেশ |
৩ |
২ |
১ |
০ |
৪ |
|
শ্রীলঙ্কা |
২ |
১ |
১ |
০ |
২ |
|
পাকিস্তান |
১ |
০ |
১ |
০ |
০ |
|
সংযুক্ত আরবআমিরাত |
২ |
০ |
২ |
০ |
০ |
উল্লেখ্য, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দেশ ফাইনালে খেলবে, আগামী ৬ মার্চ। প্রত্যেকটা দেশ গ্রুপ পর্বে ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
আইএইচএস/এমএস