শাহবাগে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর শাহবাগে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলরত ছাত্রদল নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ।

সোমবার বিকেল পৌনে ৩ টায় রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ৬ নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

তারা হলেন, জসীম উদ্দীন হলের আহ্ববায়ক নিজাম উদ্দীন রিপন ও ঢাবি শাখার যুগ্ম সম্পাদক তানজিল হাসান।

এছাড়া আহত অন্যরা হলেন, ছাত্রদল নেতা শাহীন আহমেদ, মুজাহীদুর রহমান প্রমুখ।

আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার।

তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ আতর্কিত হামলা চালিয়েছে। এসময় ছাত্রদলের একজনকে আটক করেছে পুলিশ বলেও জানান তিনি।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।