৪ শিশু হত্যা: শাহেদ আবারো রিমান্ডে


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জে বাহুবলের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যার ঘটনায় আসামি শাহেদকে আবারো ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার দুপুরে শাহেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ ফেব্রুয়ারি র‌্যাবের হাতে আটক শাহেদ আলী ওরফে ছায়েদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই পুলিশ তাকে আদালতের নির্দেশে ৫ দিনের রিমান্ডে নেয়। শাহেদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহের জন্য সোমবার আদালতে পুলিশ আবারো ৭ দিনের রিমান্ড আবেদন করে। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জন কারাগারে রয়েছেন। এর মধ্যে আব্দুল আলীর ছেলে জুয়েল, রুবেল ও তার সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশে একটি মাঠ থেকে বালির নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

একলাসুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।