ঢাকা উত্তরে ৫ হাজার বাণিজ্যিক ভবন অনুমোদনহীন


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, গুলশানসহ ঢাকার উত্তর সিটিতে ৪ হাজার ৯শ ৯৪টি অনুমোদনহীন বাণিজ্যিক ভবন রয়েছে। দক্ষিণে ৬০৬টি বাণিজ্যিক ভবন বাদে সবই অনুমোদনহীন।

সোমবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মেয়র বলেন, ঢাকার ৯০ শতাংশ বাণিজ্যিক ভবনের পার্কিং সুবিধা নেই। বর্জ্য একটা সমস্যা। কিন্তু অনেকেই সেটা গুরুত্ব দেয় না। আমরা যারা বর্জ্য পরিষ্কার করি তারা জানি বর্জ্য বড় সমস্যা। হাসপাতাল-ক্লিনিক, দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক ভবনে অনেক বর্জ্য হচ্ছে। সেটার কোনো ব্যবস্থা হচ্ছে না।

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, সরকার যদি কঠিন হতে চায় তবে যেকোন সময় কঠিন হতে পারে। কিন্তু আমরা আপনাদের (ব্যবসায়ী) ডেকেছি। আপনারা বুঝুন ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করবেন কি না। ব্যবসা করতে চাইলে বৈধভাবে ব্যবসা করুন।

জেইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।