নেপাল সফরে বিএনসিসি প্রতিনিধিদল
নেপালিজ আর্মি ডে-২০১৬ উদযাপনের জন্য নেপাল সফরে গেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি প্রতিনিধি দল। শনিবার মেজর মুন্সী মো. মোকাররামুল বাছিতের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলটি নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
সোমবার গণমাধ্যমে পাঠারো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসসহ ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা ক্যাডেট রয়েছেন।
আর্মি ডেতে যোগদানের পাশাপাশি নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধিদলটি। এছাড়াও বিভিন্ন পরিদর্শন ও প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তারা। সফরে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।
উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত নেপালিজ আর্মি ডে উদযাপন করা হবে। এজন্য নেপাল সরকার ২৭ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ বিএনসিসিদের আমন্ত্রণ জানায়।
এআর/এসকেডি/এবিএস