পদ্মা-মেঘনার অভয়াশ্রমে আজ থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ইলিশের পোনা (জাটকা) নিধন প্রতিরোধে পদ্মা-মেঘনার ৫টি অভয়াশ্রমে আজ (১ মার্চ) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই দু’মাস চাঁদপুরসহ দেশের ৫টি অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারের এই আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা টাস্কফোর্স ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নদীর তীরবর্তী ৪টি উপজেলার বিভিন্ন স্থানে জেলে ও জনগণের সঙ্গে সচেতনতামূলক সভা সমাবেশ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, এবার নদীতে জাটকা ধরতে নামলে রক্ষা নেই।


কোস্টগার্ড চাঁদপুর স্টেশন তাদের তৎপরতা ইতিমধ্যে শুরু করে অব্যাহত রেখেছে। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলেদের মানবিক সহায়তার চাল ও পুনর্বাসনের কোনো বরাদ্দ এখনো মিলেনি। ফলে লাখ লাখ জেলে পরিবার ক্ষুধার্ত থেকেই আজ থেকেই নদীতে নামবেন না। পুনর্বাসন না করায় অনেক জেলে ক্ষোভ প্রকাশ করেছেন।

এবার চাঁদপুর জেলায় গত বছরের থেকে প্রায় দ্বিগুণ জেলের তালিকা তৈরি করা হয়েছে অর্থাৎ এবার ৪১ হাজার ৪২ জন জেলেকে ৪০ কেজি করে প্রতি মাসে ১৬শ’ ৪২ মেট্টিক টন চাল বিতরণ করা হবে। এরমধ্যে চাঁদপুর সদরে জেলের সংখ্যা ১৬ হাজার ৬৯১ জন, মতলব উত্তরে ৭ হাজার ৭২৬ জন জেলে, হাইমচরে ১৩ হাজার ৩৩ জন জেলে ও মতলব দক্ষিণে ৩ হাজার ৫৯২ জন জেলে রয়েছে। এছাড়া জাটকা সংরক্ষণ প্রকল্প সমাপ্ত হয়ে যাওয়ায় এবার বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্প থেকে প্রতি উপজেলায় ৪০ জন জেলেকে ১০ হাজার টাকার বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।


চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জাগো নিউজকে জানান, মতলব উত্তর থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত চারটি উপজেলায় গত বছর জেলে ছিলেন ৩৬ হাজার ৫০৫ জন। এ বছর তা দাঁড়িয়েছে ৪১ হাজার ৪২ জনে। তিনি বলেন, এখনো বরাদ্দ পাওয়া যায়নি। সহসাই বরাদ্দ চলে আসবে। তবে জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।