এ রূপচর্চায় দশ বছর বয়স কমবে


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০১ মার্চ ২০১৬

বয়সকে কিছুতেই ধরে রাখা যায় না। সে প্রতিমুহূর্তে বেড়েই চলেছে। তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে বয়স বাড়ার গতিকে ত্বরান্বিত করা যায়। আমাদের জীবনযাত্রা, পারিবারিক ইতিহাস, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ইত্যাদি বয়স বাড়ার গতিকে ত্বরান্বিত করে। বয়সকে ধরে রাখতে আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। তাতে কিছুটা কাজ হলেও পুরোপুরিভাবে সমাধান বের করা যায় না। কিন্তু নিচের ঘরোয়া  পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনি বয়সকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এবার দেখে নেওয়া যাক এ পদ্ধতিগুলো :

উপাদান
চাল : ৩ টেবিল চামচ
দুধ: ১ টেবিল টামচ
মধু: ১ টেবিল চামচ
প্রথমে আলাদা পাত্রে চাল নিয়ে রাখুন ও বাকি দুটি উপাদান তৈরি রাখুন।

naturally-bright

পদ্ধতি
প্রথমে চালটি ভালো করে ধুয়ে নিন। এরপরে ভালো করে চালটিকে একটি পাত্রে ফুটিয়ে নিন।

anti-ageing-creams

চাল ফুটিয়ে নিন
চাল ভালো করে ফুটলে ভাতের পানি ঝরিয়ে নিচে রাখুন। এরপরে এতে ৩ টেবিল চামচ চাল ধোয়া পানি দিন।

cream

ব্যবহার করুন
এতে মধু ও দুধ দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন। এরপরে সেই মিশ্রণটি নিজের ত্বকে লাগিয়ে শুকনো হতে দিন।

facecream

প্রতি সপ্তাহে ব্যবহার করুন
শুকিয়ে গেলে চাল ধোয়া পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার করে টানা কয়েক সপ্তাহ এই পদ্ধতি ব্যবহার করলেই কাঙ্খিত ফল পাবেন।

dryskin

কাঙ্খিত ফল পাবেন
এই ফেস প্যাক আপনার ত্বককে আর্দ্র রাখবে, কালো ছোপ দূর করে ত্বককে উজ্জ্বলতা দেবে।

natural

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।