এ রূপচর্চায় দশ বছর বয়স কমবে
বয়সকে কিছুতেই ধরে রাখা যায় না। সে প্রতিমুহূর্তে বেড়েই চলেছে। তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে বয়স বাড়ার গতিকে ত্বরান্বিত করা যায়। আমাদের জীবনযাত্রা, পারিবারিক ইতিহাস, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ইত্যাদি বয়স বাড়ার গতিকে ত্বরান্বিত করে। বয়সকে ধরে রাখতে আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। তাতে কিছুটা কাজ হলেও পুরোপুরিভাবে সমাধান বের করা যায় না। কিন্তু নিচের ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনি বয়সকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এবার দেখে নেওয়া যাক এ পদ্ধতিগুলো :
উপাদান
চাল : ৩ টেবিল চামচ
দুধ: ১ টেবিল টামচ
মধু: ১ টেবিল চামচ
প্রথমে আলাদা পাত্রে চাল নিয়ে রাখুন ও বাকি দুটি উপাদান তৈরি রাখুন।
পদ্ধতি
প্রথমে চালটি ভালো করে ধুয়ে নিন। এরপরে ভালো করে চালটিকে একটি পাত্রে ফুটিয়ে নিন।
চাল ফুটিয়ে নিন
চাল ভালো করে ফুটলে ভাতের পানি ঝরিয়ে নিচে রাখুন। এরপরে এতে ৩ টেবিল চামচ চাল ধোয়া পানি দিন।
ব্যবহার করুন
এতে মধু ও দুধ দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন। এরপরে সেই মিশ্রণটি নিজের ত্বকে লাগিয়ে শুকনো হতে দিন।
প্রতি সপ্তাহে ব্যবহার করুন
শুকিয়ে গেলে চাল ধোয়া পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার করে টানা কয়েক সপ্তাহ এই পদ্ধতি ব্যবহার করলেই কাঙ্খিত ফল পাবেন।
কাঙ্খিত ফল পাবেন
এই ফেস প্যাক আপনার ত্বককে আর্দ্র রাখবে, কালো ছোপ দূর করে ত্বককে উজ্জ্বলতা দেবে।
পিআর