গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ০১ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

গ্রিসে একটি যাত্রীবাহী ও একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন। মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট।

আরও পড়ুন> গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৫০ যাত্রীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন।

সূত্র: আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।