ভারতে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০১ মার্চ ২০১৬

ভারতের তেলেঙ্গানা ও ছত্রিশগড় রাজ্যের সীমান্ত এলাকায় বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এদের মধ্যে মাওবাদী স্থানীয় এক কমান্ডার ও পাঁচ নারী রয়েছে। মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

স্থানীয় কর্মকর্তারা জানান, তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের খাম্মাম সীমান্তে জঙ্গলে মাওবাদী নেতা হারি কিশান আত্মগোপনে রয়েছেন এমন সংবাদের পর যৌথ অভিযান শুরু করে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে ওই ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়।

তেলেঙ্গানা পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে এ কে-৪৭, থ্রি নট থ্রি রাইফেলসহ আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।