ভোলায় নৌকা প্রতীকের সনদ বিতরণ
ভোলা জেলা সদরের ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের সভানেত্রী স্বাক্ষরকৃত প্রতীক বরাদ্দের সনদপত্র বিতরণ করা হয়েছে।
সনদ প্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন কচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব, ইলিশা ইউনিয়নে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি হাসনাইন আহম্মেদ (হাসান মিয়া), মেঘনানদী বেষ্টিত রাজাপুর ইউনিয়নে ব্যবসায়ী মো. মিজানুর রহমান খান।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার দোস্তমাহামুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম প্রার্থীদে মধ্যে সনদ বিতরণের পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন।
সকালে ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে ৩ ইউনিয়নের ৩ প্রার্থীর সমর্থকরা জেলা আওয়ামী লীগ অফিসের সনদ বিতরণ অনুষ্ঠানে জামায়েত হন।
অমিতাভ অপু/এফএ/আরআইপি