বায়ুদূষণ থেকে বাঁচাতে অভিনব উপায় (ভিডিও)


প্রকাশিত: ১০:২৩ এএম, ০১ মার্চ ২০১৬

চীনে বায়ুদূষণ অত্যন্ত ভয়াবহ অাকার ধারণ করেছে। এ নিয়ে হাসি-ঠাট্টার কোনো সুযোগ না থাকলেও দেশটির একটি ক্যাম্পেইন গ্রুপ একটি অভিনব ভিডিও তৈরি করেছে। ইতোমধ্যে এই ভিডিও হাস্যরসের জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেইজিংয়ের বাসিন্দাদের বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে চুল দিয়ে নাকের ছিন্দ্র বন্ধ রাখা হয়েছে। এতে সতর্ক বার্তা দিয়ে শেষ করা হয়েছে। ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, মানুষ যদি তাদের জীবন আচরণে পরিবর্তন না আনে তাহলে দূষণ তাদের পরিবর্তন করবে।

উইল্ডএইড নামের ওই সংস্থাটির চীনা প্রতিনিধি ম্যায় মেই বলেন, আমরা খুবই গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি, আর এ বিষয়টি সম্পর্কে কথা বলার জন্য কিছু হাস্য-রসাত্মক উপায় খুঁজছিলাম। বায়ু দূষণ যে অত্যন্ত মারাত্মক রূপ ধারণ করছে তা হাস্য-রসাত্মকভাবে তুলে ধরতেই নাকের লোম না কেটে বড় করে ছিদ্র বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।

china
ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্য করে অভিনব এ ভিডিও তৈরি করা হয়েছে। গো ব্লু ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি ওই ভিডিওতে বলা হয়েছে, নিজে পরিবর্তন হওয়ার আগে বায়ুদূষণ রোধ করুন।

ম্যায় মেই পরামর্শ দিয়ে বলেন, বেইজিংয়ের পরিবহনের ধোঁয়ার মাধ্যমে ৩৫ শতাংশ দূষণ হয়ে থাকে, সুতরাং সাইকেল অথবা পায়ে হেঁটে চললে এটি কমানো যেতে পারে।

চীন বিশ্বের সর্বাধিক গ্রিন হাউজ নিঃস্বরণকারী দেশ। গত ১ ডিসেম্বর দেশটিতে ধোঁয়াশার কারণে দুই হাজারেরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নিরাপদ মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি ধোঁয়াশা থাকায় সরকার ওই আদেশ দেয়।



এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।