মেক্সিকোয় ১১ গর্ভবতী নারী জিকায় আক্রান্ত
মশাবাহিত জিকা ভাইরাসে মেক্সিকোর ১১ গর্ভবতী নারী আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। সোমবার দেশটির কর্মকর্তারা বলেন, এ ধরনের মোট ১২১ জন নারীকে চিহ্নিত করা হলেও এর মধ্যে ওই ১১জনের শরীরে এ ভাইরাসের উপিস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই দক্ষিণাঞ্চলের চিয়াপাস ও ওক্সাকা প্রদেশের। ওই ১১ জনের মধ্যে আটজন চিয়াপাস, দুজন ওক্সাকা এবং অপরজন সমুদ্র উপকূলবর্তী ভেরাক্রুজ প্রদেশের বাসিন্দা।
তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে গর্ভবতী নারীদের জিকায় আক্রান্ত হওয়ার পরিমাণ বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সে সময় জানায়, ৬ জন গর্ভবতী নারীসহ মোট ৮০ জন জিকায় আক্রান্ত হয়েছে।
ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গর্ভবতী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানায়।
এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান,দেশটিতে ৩১০০ গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা তথ্য পেয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে জিকায় আক্রান্তদের মাঝে মাইক্রোসেফালি আছে কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসআইএস/এমএস