রাজধানীতে তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো বৃহস্পতিবার শুরু


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০১ মার্চ ২০১৬

২৪তম বার্ষিক ইউএস ট্রেড শো ৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৫ মার্চ (শনিবার) পর্যন্ত রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ অ্যামেরিকান চেম্বার অব কমার্সের যৌথ অংশীদারিত্বে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। যেখানে শতাধিক আমেরিকান বুথ থাকবে ও বাংলাদেশে পাওয়া যায় এমন আমেরিকান পণ্য এবং সেবা পাওয়া যাবে।

দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর ফলে ইউএস ট্রেড শো বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরো গভীর এবং প্রশস্ত করতে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞা প্রতীয়মান হবে।

ইউএস ট্রেড শোতে বাংলাদেশে পাওয়া যায় এমন দারুণ সব আমেরিকান পণ্যের প্রদর্শনী হয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, এই ট্রেড শো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী অংশীদারিত্বকেও তুলে ধরে। তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে ২০১৫ সালে দু’দেশের মধ্যকার বাণিজ্য সাত বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই ট্রেড শো আমাদের বাণিজ্য আরো বাড়াতে সাহায্য করবে।’

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।