মঙ্গলগ্রহে হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৯ মার্চ ২০২৩
ছবি সংগৃহীত

মঙ্গলগ্রহে একটি প্রাচীন হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান মিলেছে। ফলে বোঝা যাচ্ছে সেখানে এখনো পানির কিছু গঠন রয়েছে। লাল এই গ্রহটিতে একদিন মানুষ পা ফেলবে বলেও আশা করা হচ্ছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, বরফের বিশাল অংশ সেখনে এখন আর নেই। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ইকুয়েটরিয়াল অঞ্চলের ওই জায়গায় এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল তার সন্ধান পেয়েছে। সেখানে যা জমে রয়েছে তাতে সাধারণত হালকা রঙের সালফেট লবণ থাকে।

গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরে তৈরি ক্রেভাস ক্ষেত্র বা ডিপ ওয়েডজ-আকৃতির খোলা অংশও দেখেছে।

সম্প্রতি টেক্সাসের দ্য উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে মঙ্গলগ্রহের এসব সন্ধানের তথ্য প্রকাশ করা হয়।

এসইটিআই ইনস্টিটিউট ও মার্স ইনস্টিটিউটের সিনিয়র গ্রহ বিজ্ঞানী ডক্টর প্যাসকেল লি এক বিবৃতিতে বলেছেন, আমরা যা পেয়েছি তা বরফ নয় বরং হিমবাহের বিশদ আকারগত বৈশিষ্ট্যসহ লবণের স্তূপ। মূলত হিমবাহের উপরেই এই লবণ তৈরি হয়েছে।

গবেষকরা মনে করছেন, হিমবাহটির দৈর্ঘ ছিল তিন দশমিক সাত মাইল বা ছয় কিলোমিটার এবং এর প্রস্থ ছিল দুই দশমিক পাঁচ মাইল বা ৪ কিলোমিটার।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।