চোখের আলো চায় আফরিন
আফরিন হোসেন। পরীর মত সাত বছরের ছোট্ট মেয়ে। তার দুটি চোখই নষ্ট। ২০০৯ সালে যখন তার বয়স দেড় বছর তখনই চোখে ক্যান্সার (Retino Blastoma) ধরা পড়ে। সেই থেকে বাংলাদেশের বিভিন্ন চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হয়। অবশেষে ভারতের শংকর নেত্রালয়ের ডা. বিকাশ খেতনের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়।
পরিবারসূত্রে জানা যায়, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৪ পর্যন্ত জমি বিক্রি করে ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। বাম চোখটি তুলে সেখানে পাথর বসিয়ে দেয়া হয়েছে। ডান চোখটিও যায়যায় অবস্থা। সেটি ভালো রাখতে আরো ২০ লক্ষ টাকা প্রয়োজন।
আফরিনের বাবা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমান্য চাকরি দিয়ে তিনি অনেক দূর এগিয়েছেন কিন্তু সফল হতে পারেননি। এখন নিরুপায় হয়ে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন। সবার সহযোগিতাই এখন শেষ ভরসা।
বিকাশে আফরিনের বাবার ব্যক্তিগত 01750256607, 01794013834, 01757401623, 01867200010, 01738906050 ও 01992319905 নম্বরে সাহায্য পাঠানো যাবে।
তবে যারা দেশের বিভিন্ন জেলায় অর্থ সংগ্রহ করেছেন তা শুধু 01816656455 (ইভেন্ট হোস্ট মুন্না) নম্বরে বিকাশ করতে পারবেন।
এছাড়া ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নম্বর 018672000107 ও ব্যাংক হিসাব আমজাদ হোসেন, সঞ্চয়ী হিসাব নং-100151556, সোনালী ব্যাংক, মেহেরপুরে পাঠানো যাবে।
এসইউ/পিআর