নরসিংদীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির যাবজ্জীবন
নরসিংদীর স্টুডিও মালিক মো. মোস্তফা হত্যা মামলায় চার আসামিকে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও মন্টু ঘোষ এবং রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ড. ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।
জানা যায়, ২০০৯ সালের ২৭ মে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার স্টুডিও দোকানি মো. মোস্তফার পূর্বপরিচত কয়েকজন তার মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে নারান্দি গ্রামে নিয়ে যায়। ২০ মে ওই গ্রামের বিলে মোস্তফার লাশ পাওয়া যায়। ওই দিন তার মামা আবু সাঈদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় ওই বছরের ১৮ জুন আলী হোসেন, জহুরুল ও রুবেল নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২১ জুন শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ এবং আসামিদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করে। ২০০৯ সালের ৩০ জুলাই এ চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
২০১০ সালের ৪ নভেম্বর নরসিংদীর অতিরিক্ত জেলা জজ আদালত এ চারজনকে মৃত্যুদণ্ড দেন। এরপর মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণে ও আসামিদের জেল আপিল হাইকোর্টে আসে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এ মামলাটির শুনানি শুরু হয়। ৫ কার্য দিবস শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
এফএইচ/এসএইচএস/পিআর