বিএনপিতে নতুন নেতৃত্বের আশা হাছানের


প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৪ মার্চ ২০১৬

আসন্ন কাউন্সিলে বিএনপি নতুন নেতৃত্ব পাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যে হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ আসন্ন কাউন্সিলে নেতাকর্মীরা তাকে বিএনপির নেতৃত্ব থেকে বিদায় দেবেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধী মীর কাসেম আলীসহ সকল যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর করা দেশবাসী দেখতে চায়’ শীর্ষক এক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে কাউন্সিলের জন্য ঢাকার সবচেয়ে বড় স্থান সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে কাউন্সিল করতে রাজি হয়নি। কারণ, সেখানে লক্ষাধিক মানুষের প্রয়োজন, এত লোক সমাগম করানোর ক্ষমতা বিএনপির নেই।

দুই সপ্তাহ আগে নেতা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কাউন্সিলে সারা দেশ থেকে নেতাকর্মী ডেলিগেটসরা আসবেন। খালেদা জিয়া এবং তারেক রহমানকে তাদের প্রতিবাদ ও  বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, তাই তড়িঘড়ি করে চোরা পথে নেতা নির্বাচনের পথ বেছে নিয়েছে তারা।

বিএনপি-জামায়াত একই বৃন্তের দুটি ফুল উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু একই সঙ্গে রাজনীতি করছে  তাই নয়, যারা পাকিস্তানের পতাকার জন্য যুদ্ধ করেছিল, বেগম খালেদা জিয়া মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছেন। সুতরাং যুদ্ধাপরাধীদের সহযোগীরাও অপরাধী। তাই তাদেরও বিচার হওয়া উচিৎ বলে আমরা মনে করি।

জাকির আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।