পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত করমুক্ত ঘোষণার দাবি


প্রকাশিত: ১২:২০ পিএম, ০৫ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার জন্য পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত কর অব্যাহতি প্রাপ্ত খাত হিসেবে ঘোষণার দাবিতে কুমিল্লায় পোল্ট্রি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) শনিবার নগরীতে এ সমাবেশের আয়োজন করে।

কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক, মো. হাসানুজ্জামান কল্লোল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান,   বিপিআইসিসির আহ্বায়ক মসিউর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান। ওই সমাবেশে জেলার ১৬ উপজেলা এবং ঢাকা থেকে আগত প্রায় ৫শ` খামারি ও উদ্যোক্তা অংশ নেন।

এর আগে নগরীতে একটি র‌্যালি বের করা হয়। এছাড়াও সকালে সুইড বাংলাদেশ পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।