আখাউড়াকে বাল্যবিয়ে মুক্ত করার ঘোষণা


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৭ মার্চ ২০১৬

আগামী এক বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত ‘নারী ও শিশুর উন্নয়ন যোগাযোগ শীর্ষক’ এক কর্মশালায় ইউএনও মুহাম্মদ আহসান হাবিব এ ঘোষণা দেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ আহ্সান হাবিব বলেন, আখাউড়াকে বাল্যবিয়ে মুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে। বাল্যবিয়ে রোধে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। এ বিষয়ে তথ্য দেয়ার জন্য একটি নির্ধারিত ফোন নম্বর থাকবে।

জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান, কাউন্সিলর মো. বাবুল মিয়া, কাজী কেয়ায়েত উল্লাহ মাহমুদী, সাংবাদিক কাজী হান্নান খাদেম, সমীর চক্রবর্তী প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।