নাইজেরিয়ায় ভবনধসে নিহত ৬


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০৯ মার্চ ২০১৬

নাইজেরিয়ায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনধসের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির লাগোস শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
    
ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) কর্মকর্তা ইব্রাহিম ফারিনলোয়ি বলেন, আমরা ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া আরো ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা।

লাগোস শহরে দুর্বল নির্মাণসামগ্রী এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।