অপমান সইতে না পেরে আত্মহত্যা


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৯ মার্চ ২০১৬

নরসিংদীর শিবপুরে কন্যা শিশু জন্ম দেয়ার অপরাধে তিশা শিকদার (১৮) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছে স্বামী। আর এ অপমান সইতে না পেয়ে গৃহবধূ তিশা আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে উপজেলার দরগাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

তিশা উপজেলার দরগাবন্দ গ্রামের ইকবাল শিকদারের মেয়ে।

নিহতের পরিবারের লোকজন জানায়, প্রায় দেড় বছর আগে তিশা শিকদারের সঙ্গে পার্শ্ববর্তী পলাশ উপজেলার চরআলী নগর গ্রামের বকুল মোল্লার ছেলে শাহ আলী মোল্লার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তিশাকে স্বামী শাহ আলী ও তার পরিবারের লোকজন শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে। এক পর্যায়ে গত দুই মাস আগে তিশাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আর এরই মধ্যে তিশা গত এক মাস আগে কন্যা সন্তানের জন্ম দেয়। এতে চরম ক্ষিপ্ত হয় স্বামী শাহ আলী।

কন্যা শিশু জন্ম দেয়ার অপরাধে বুধবার দুপুরে স্বামী শাহ আলী মোবাইলে স্ত্রী তিশাকে তালাকের সংবাদ দেয়। স্বামীর দেয়া সংবাদ সইতে না পেরে অভিমান করে বিকেলে বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে তিশা।

তিশার মামা সাখাওয়াত সিকাদার জাগো নিউজকে জানান, শাহ আলী তাবলীগ জামায়াত করে বিধায় ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে শরিয়ত মোতাবেক রেজিস্ট্রিবিহীন বিবাহ করে। বিবাহের পর থেকেই আমার ভাগ্নির উপর নির্যাতন চালানো হয়। কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে তিনি তিশাকে তালাক দিলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, তিশার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে স্বামী শাহ আলীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

সঞ্জিত সাহা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।