ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক!


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১০ মার্চ ২০১৬

মহেন্দ্র সিং ধোনিকেই এ যাবৎকালের সেরা অধিনায়ক বলে মন্তব্য করেছেন ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ রবি শাস্ত্রি। তিনি বলেন, আমি চাই ধোনির নেতৃত্বে ভারত বহুদুর এগিয়ে যাক। কারণ সে সবার সেরা। যদিও হাতে গোনা দু-একজন চায় সে অবসরে যাক। আমি সম্পূর্ণভাবেই এর বিরোধীতা করি।

ভারতীয় দলের অধিনায়কের প্রশংসা করে রবি শাস্ত্রি বলেন, ‘ধোনেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তা বহু আগেই বলেছি। আর কত ট্রফি দেবে? সব দিয়ে দিয়েছে। এখনও দিতে পারবে। তা সত্ত্বেও আমাদের দেশ বলেই ধোনিকে এখনও শুনতে হয় কবে অবসর নেবে? এটা আমাদের দেশেই সম্ভব।’

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় দলের কোচ বলেন, ‘টি২০ বিশ্বকাপ জয় শুধু একজনের উপর নির্ভর করে না। দলের অন্তত সাত থেকে আটজনকে ভালো খেলতে হয়।’

ধোনির নেতৃত্বে সম্প্রতি এশিয়া কাপে শিরোপা ছিনিয়ে এনেছে ভারত। তার যোগ্য নেতৃত্বে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে জয়লাভ করে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, তার নেতৃত্বেই র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।