সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের শিমুলতলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় শারমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
নিহত শারমিন করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের আবুল কাশেমের মেয়ে। শিশুটি বাদেশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিল শারমিন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী একটি সিএনজি তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা অাশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক সিএনজি চালককে আটক করা হয়েছে।
নূর মোহাম্মদ/এআরএ/পিআর