দুদককে টিআইবির অভিনন্দন


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১১ মার্চ ২০১৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশন জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান।

সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান ও জেলা জজ (অব.)এ এফ এম আমিনুল ইসলাম  কমিশনার নিযুক্ত হওয়ায় বিবৃতিতে তাদের অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে সকল প্রকার প্রভাব, ভয় ও করুনার ঊর্ধ্বে থেকে দুদকের পুনর্গঠিত নেতৃত্ব আইনানুগ ভূমিকা পালনে সফল হবে বলে ড. জামান আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য দুদকের যেমন আপোসহীন ভূমিকা অত্যাবশ্যক, তেমনি উপযোগী পরিবেশ সৃষ্টি করাও সরকারের অপরিহার্য দায়িত্ব।

এএসএস/  এমএমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।