কুকুরের বিয়ের অতিথি ৫ হাজার! (ভিডিও)
ছেলে বা মেয়ের বিয়ের আয়োজনে কোনো রকমের ত্রুটি রাখেন না বাবা-মা। একেবারেই অতিথি আমন্ত্রণ থেকে শুরু করে আহার-আহ্লাদ সবকিছুই। কিন্তু তাই বলে কুকুরের বিয়েতেও একই চিত্র। অবিশ্বাস্য হলেও সত্যি এ রকমই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
প্রদেশের কাওশাম্বি জেলার পাওয়ারা গ্রামের জং বাহাদুর নামের এক ব্যক্তি কুকুরের বিয়ের আয়োজন করেছেন রীতিমতো ঢাকঢোল পিটিয়ে। বিয়েবাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন ৫ হাজার অতিথিকে! কী নেই সেই আয়োজনে? আর পাঁচটা বিয়ের আয়োজন যেমন হয়ে থাকে, তার চেয়ে বরং বেশিই আয়োজন করেছেন তিনি।
অতিথি আপ্যায়নে কোনও ঘাটতি রাখেননি কনের বাবা জং বাহাদুর। কনের নাম রেখেছিলেন শাগুনিয়া। যিনি একসঙ্গে পাঁচ হাজার লোককে আমন্ত্রণ জানাতে পারেন, তিনি যে শুধু মুখে কাউকেই ফেরাবেন তা তো হতে পারে না। ভুরিভোজের ব্যাপক আয়োজন করেছেন। গরম গরম ফুলকো লুচির সঙ্গে কাশ্মীরি আলুর দম, পনিরের সঙ্গে পোলাও, মাংস, ছিল চাটনি ও মিষ্টি।
নিজের মেয়ের মতোই কোলেপিঠে শাগুনিয়াকে লালন-পালন করেছেন। শুক্রবার উত্তরপ্রদেশের কৌষাম্বি জেলার পাবার গ্রামের জং বাহাদুর শাগুনিয়াকে তুলে দিয়েছেন বরের হাতে। নিজের মেয়ে থাকলে যে ভাবে বিয়ে দিতেন, ঠিক একইভাবে হিন্দু রীতিতে শাগুনিয়ার বিয়ে দিয়েছেন তিনি।
পাত্রও যে কুকুর হবে সেকথা এতক্ষণে বুঝে গেছেন নিশ্চিত। বর ছিলেন বসন্ত ত্রিপাঠীর বাড়িতে বেড়ে ওঠা শাগুন। শাগুনকে বরবেশে সাজিয়ে বরযাত্রী এসেছিলেন কয়েক হাজার। বিয়ে শেষে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় চোখের পানি গড়িয়ে পড়েছে বাহাদুরের।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
এসআইএস/আরআইপি