সৌদি আরবকে সিরিয়ার হুঁশিয়ারি
দামেস্কে হামলা চালানো হলে সৌদি আরবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিরিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম। রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় স্থল অভিযান চালানোর ইচ্ছে থাকলে তাদের জেনে রাখা উচিত সিরিয়ার সেনাবাহিনী তাদেরকে কফিনে ভরে নিজ দেশে পাঠিয়ে দেবে।
সৌদি কর্মকর্তারা সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার যে কথা বলেছেন সে প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার আগে সৌদি আরবের উচিত ইয়েমেনে বিজয় নিশ্চিত করা।
গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ ৮ হাজারেরও বেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত কয়েক হাজার মানুষ।
এসআইএস/আরআইপি