অটোরিকশা ধর্মঘট না মানায় হামলা
জেল-জরিমানা বন্ধ ও দৈনিক জমা কমানোসহ সাত দফা দাবিতে রাজধানীতে ধর্মঘটে রয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। তবে এর মধ্যে ধর্মঘট না মেনে যাত্রী নিয়ে যাওয়ার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে হামলার শিকার হয়েছেন এক অটোরিকশা চালক।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের ডাকে রোববার ভোর ৬টা থেকে ধর্মঘট চলছে। আগামীকাল ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে। এতে একাত্মতা প্রকাশ করে ধর্মঘটে অংশ নিয়েছে সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নগুলোও।
এই ধর্মঘটের সমর্থনে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছিলেন অটোরিকশা চালকরা। এ সময় রাস্তার উল্টো দিক দিয়ে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাওয়ার সময় এ হামলা চালানো হয়।
হামল শিকার সিএনজি চালক মোহাম্মাদ সোহেল বলেন, আমি যাত্রী নিয়ে যাওয়ার সময় প্রেসক্লাবের সামনে এলে একদল লোক এসে ভাঙচুর করেন।
যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকায় কয়েকজন অটোরিকশা চালানোর চেষ্টা করলেও ধর্মঘটীদের ধাওয়ায় তারা গ্যারেজে ফিরতে বাধ্য হন বলে জানা গেছে ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।
এএস/এনএফ/পিআর