আইভরি কোস্টে আল কায়েদার হামলায় নিহত ১৬


প্রকাশিত: ০৩:০০ এএম, ১৪ মার্চ ২০১৬

আইভরি কোস্টে আল কায়েদার হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন ইউরোপীয় নাগরিক। রোববার উত্তর আফ্রিকা সংশ্লিষ্ট আল কায়েদা গোষ্ঠী একটি বীচে হামলা চালায়। খবর দ্য হিন্দুর।

খবরে বলা হয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে ৪০ কিলোমিটার পূর্বে বাসাম বীচের একটি হোটেলকে লক্ষ্য করে ছয় বন্দুকধারী ওই হামলা চালিয়েছিল। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় হামলাকারীরা নিহত হয়।

দেশটির প্রেসিডেন্ট আলাসানি ওয়াত্তারা ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, রোববার বিকেলে ছয় বন্দুকধারী বাসাম বীচে হামলা চালিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ওই হামলায় আমরা ১৪ বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হারিয়েছি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।