দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উ. কোরিয়া
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ সম্পর্কে বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা আরো দৃঢ় করতেই এই পরীক্ষা চালানো হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়্যারহেড স্থাপন এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণায় কোরীয় উপদ্বীপে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে তাদের সফলতার বিষয়ে মতপার্থক্য রয়েছে বিশ্লেষকদের।
এর আগে কিম ঘোষণা দিয়েছিলেন,ক্ষেপণাস্ত্রে ছোট আকারের পারমাণবিক ওয়্যারহেড বসাতে সক্ষম হয়েছেন তার দেশের বিজ্ঞানীরা। ওই সফলতার ফলশ্রুতিতেই দূরপাল্লার ওয়্যারহেড স্থাপনে প্রস্তুতি নেয়া হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে চতুর্থবারের মত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই পরীক্ষার পর দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই নিষেধাজ্ঞার পরেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। শুধু তাই নয় সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পর সেনাবাহিনীকে পারমানবিক অস্ত্র প্রস্তুত থাকার নির্দশ দিয়েছেন কিম। শত্রুদের বিরুদ্ধে যে কোনো সময় হামলা চালানোর হুমকিও দিয়েছেন উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা।
টিটিএন/পিআর