নির্মাণাধীন ফ্লাট আকর্ষণীয় প্যাকেজে বিক্রির সুপারিশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্লাটের কাজ শিগগিরই শেষ করে আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে বিক্রির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, এ,কে,এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশ নেন।
বৈঠকে সংসদ সদস্যদের নামে বরাদ্দকৃত ন্যামভবনের পুরাতন লিফট ও এসি পরিবর্তন করে যথাশিঘ্র নতুন লিফট ও এসি সংযোজনের সুপারিশ করা হয়।
কমিটি বিগত ৭ বছরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি সম্পত্তি হতে যে সকল অবৈধ দখলদার উচ্ছেদ করেছে তার তালিকা কমিটিতে পাঠানোর সুপারিশ করে।
এছাড়াও কমিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, নিম্ন আয়ের মানুষের এবং বস্তিবাসিদের জন্য প্রস্তাবিত ফ্লাট নির্মাণের পূর্বে নির্মাধীন এলাকার জলাবদ্ধতা নিরসন ও ময়লা অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।
এইচএস/এসকেডি/এবিএস