শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা


প্রকাশিত: ১০:২১ এএম, ১৬ মার্চ ২০১৬

শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, গান, যেমন খুশি তেমন সাজ, হাটে হাড়ি ভাঙ্গা, মোরগ যুদ্ধ, দৌড়, নাচ, ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

Pran-RFL

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানাজার মনজুরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরী।

Pran-RFL

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্রুপের সিএসএইচআর এর সিনিয়র ব্যাবস্থাপক মো. ফারুক হোসাইন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফেক্টরি অ্যাডমিন এহসানুল হাবিব জয় ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ রাশেদুল আনোয়ার। এছাড়াও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Pran-RFL

অনুষ্ঠানে ৭৬ জন ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের সৌজন্যে পুরো অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।