চট্টগ্রামে কনস্যুলেট অফিস স্থাপন করবে স্পেন
বন্দর নগরী চট্টগ্রামে স্পেন কনস্যুলেট অফিস স্থাপন করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অ্যাডুয়াডো ডি লেইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল। বুধবার সকালে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
এছাড়া, স্পেন বাংলাদেশের সামাজিক উন্নয়নে কাজ করছে উল্লেখ করে দেশটি থেকে উন্নতমানের মেশিনারীজসহ আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উপর গুরুত্বারোপ করেন ডেল রোসাল।
চেম্বার প্রেসিডেন্ট ইনচার্জ মো. নুরুন নেওয়াজ সেলিম স্পেনকে বাংলাদেশি পণ্যের ৪র্থ বৃহত্তম রফতানি বাজার উল্লেখ করে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে স্প্যানিশ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার রফতানির কথা জানিয়ে মূল্য সংযোজনের মাধ্যমে তা আরো বৃদ্ধির সুযোগ আছে বলে জানান তিনি।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ জনশক্তি নেয়ার আহ্বান জানান।
চেম্বার প্রেসিডেন্ট ইনচার্জ মো. নুরুন নেওয়াজ সেলিম এর সভাপতিত্বে মাজহারুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), হাবিব মহিউদ্দিন, সরওয়ার হাসান জামিল, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. জাহেদুল হক, মো. আরিফ ইফতেখার এবং মিয়া গ্রুপের চেয়ারম্যান ও এমডি মিয়া মোহাম্মদ আবদুর রহিম বক্তব্য রাখেন।
জীবন মুছা/আরএস/এমএস