শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৭ মার্চ ২০১৬

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরে কিছুটা অস্বস্তিতে শ্রীলঙ্কা। অপরদিকে বাছাই পর্বে দুর্দান্ত খেলে সুপার টেনে চলে এসেছেন আফগানরা। ফলে কলকাতার ইডেন গার্ডেনে আজকের (বৃহস্পতিবার) ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দলটি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকাও চাইবে না পরাজয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে। দুই দলই নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে।

জেনে নেয়া যাক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:
আফগানিস্তান : মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নুর আলি জর্ডান, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদ্দিন নাইব, শফিকুল্লাহ, সামিউল্লাহ শেমওয়ারি, নাজিবুল্লাহ জর্ডান, দৌলত জর্ডান, রশিদ খান, হামিদ হাসান/আমির হামজা।

শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল (উইকেট রক্ষক), তিলেকারত্নে দিলশান, লাহিরু থ্রিমান্নে, মিলিন্দা সিরিবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), চামারা কাপুগেদেরা, থিসারা পেরেরা/দাসুন শনাকা, নুয়ান কুলাসেকেরা, রঙ্গনা হেরাথ, সাচিত্রা সেনানায়েক, দুষ্মন্ত চামিরা।

আরএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।