কুকিজ বিস্কুটের বিজ্ঞাপনে মিম
ক্যারিয়ারে প্রথম থেকেই নানা পণ্যের বিজ্ঞাপনে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিচরণ ছিল লক্ষনীয়। কিন্তু সেসব ছেড়েছুড়ে মিম এখন পুরোদস্তুর বড়পর্দার নায়িকা। তবে হালের এই লাস্যময়ী অভিনেত্রী সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এটি কুকিজ বিস্কুটের বিজ্ঞাপন। বর্তমানে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ চলছে রাজধানীর কোক স্টুডিওতে।
বিজ্ঞাপনটি নির্মাণের জন্য নির্দেশনা দিচ্ছেন যৌথভাবে মেহেদী হাসিব এবং পনি আবেদিন। পরিচালক মেহেদী হাসিব জানিয়েছেন, ‘বিজ্ঞাপনটির মাধ্যমে কুকিজ বিস্কুটকে সবার কাছে পরিচিত করতে চেয়েছি। একইসাথে এই পণ্যের গুনাগুণ সকলের সামনে তুলে ধরার জন্য মিমকে বিজ্ঞাপনে নিয়েছি। আশা করি বিজ্ঞাপনটির সাথে সাথে কুকিজ বিস্কুটও সবাই গ্রহণ করবেন।`
মিম বলেন, `আগের মতো খুব বেশি বিজ্ঞাপনে কাজ করি না। তবে মানসম্মত কাজ হলে অবশ্যই সেটি করার চেষ্টা করি। কুকিজ বিস্কুটের বিজ্ঞাপনের কনসেপ্টটি অনেক সুন্দর। আশা করি বিজ্ঞাপনটির সাথে বিস্কুটও সবার কাছে ভালো লাগবে।`
এদিকে, বিজ্ঞাপনটির সেট পরিচালনায় আছে আর্ট ডট থ্রি প্রোডাকশন। ক্যামেরায় রাজু রাজ। পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফারেও রয়েছেন পনি আবেদিন। কস্টিউম স্টাইলিং-এ জাহিন। আর স্থিরচিত্রে রয়েছেন ইকবাল আহমেদ।
নির্মাতাসূত্রে জানা গেছে, আগামী মাস থেকে কুকিজ বিস্কুটের বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারে আসবে।
এনই/এইচএন/এবিএস