ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৯ মার্চ ২০১৬

আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই মাঠে গড়াবে বহু প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দু`দলের ভক্তদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তজনা। সবার দৃষ্টি এখন ইডেন গার্ডেনে। যদিও ইডেনের আবহাওয়া খুব একটা ইতিবাচক নয়। কারণ সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তপ্ত ইডেনকে মুহূর্তেই ঠান্ডা করে দিতে পারে প্রকৃতি।

যদিও গতকাল (শুক্রবার) সারাদিন রৌদ্রজ্জল ছিল সেখানকার পরিবেশ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। কারণ মধ্য ভারতের উপর শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা দক্ষিণবঙ্গের দিকে সরে আসতে পারে। তার প্রভাবে তৈরি বজ্রগর্ভ মেঘ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বৃস্টির কথা মাথায় রেখে নানামুখি উদ্যোগ নিয়েছে সিএবি। তাদের দাবি, বর্তমান ব্যবস্থায় বৃষ্টি থামার ৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া যাবে। ব্রিটেন থেকে ৬৫ লক্ষ টাকা খরচ করে যে পিচ কভার এসেছে, তার উপর ওজন চাপা দিয়ে দেওয়া হবে। ঝড় হলেও কভার উড়বে না। সব মিলিয়ে বৃষ্টির বাড়তি চাপ সামলাতে প্রস্তুত সিএবি।
    
উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় রাত ৮টা ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হবে।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।