কালিয়াকৈরে ছেলের হাতে মা খুন
গাজীপুরের কালিয়াকৈরে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে তার ছেলে। শনিবার বিকেলে উপজেলার কাঁচারস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনোয়ারা বেগম (৬০) ওই এলাকার আমছের আলীর স্ত্রী। ঘটনার পর ছেলে শাহজাহান হোসেন সাজু (৪০) পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শাহজাহান তাদের বাগানে বাঁশ কাটতে যায়। এসময় তার মা বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাহজাহান দা দিয়ে তার মায়ের ঘাড়ে কোপ দেয়। এতে আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, নিহতের ছেলে পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি