সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশরাফ আলী নামের এক ব্যক্তির তিন তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন সেলিম। এ সময় মটর দিয়ে পানি দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অন্য শ্রমিকরা উদ্ধার করে স্থানীয় আফনান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশকে না জানিয়ে ভবনের মালিক আশরাফ আলী নিহত ওই নির্মাণ শ্রমিকের মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়ায় এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
নিহত নির্মাণ শ্রমিক দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাহতাবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আল-মামুন/আরএস/আরআইপি