নেত্রকোনায় অপহৃত শিশু নরসিংদীতে উদ্ধার


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২০ মার্চ ২০১৬

নেত্রকোনা থেকে অপহৃত শিশু শ্রাবণ (৭) অপহরণের একদিন পর অক্ষত অবস্থায় নরসিংদীর মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারী বা জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার সন্ধ্যার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রাবণকে উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ভোটের বাজার এলাকা থেকে শ্রাবণকে অপহরণ করা হয়। অপহৃত শিশু শ্রাবণ ভোটের বাজার এলাকার হারুন অর রশিদের ছেলে। অপহরণের পর ছেলেকে ফিরিয়ে দেয়ার কথা বলে
অপহরণকারী মানিক মিয়া মোবাইল ফোনে ৫০ হাজার টাকা দাবি করে বলে জাগো নিউজকে জানান শ্রাবণের বাবা হারুন।

তিনি আরো জানান, নরসিংদীর মানিকের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। অপহরণের আগের দিন নেত্রকোনায় এসে মানিক হারুনের বাড়িতে রাত্রিযাপন করে।

পরে বিকেলের দিকে ছেলেকে অপহরণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি নেত্রকোনা মডেল থানা পুলিশকে জানানো হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশের উপস্থিতির বিষয়টি টের পেয়ে শিশু শ্রাবণকে রেখেই পালিয়ে যায় অপহরণকারী। এজন্য আসামিদের ধরা সম্ভব হয়নি। আপহরণকারীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

কামাল হোসাইন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।