আরব আমিরাতে বাংলাদেশি নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২০ মার্চ ২০১৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে বাংলাদেশি এক নারী গৃহকর্মী আত্মহত্যা করেছেন। শনিবার ২৮ বছর বয়সী ওই নারীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে রোববার দেশটির জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি ওই গৃহকর্মীর নাম কোহিনুর। শারজাহর সেমনান এলাকায় এক বাড়িতে কাজ করছিলেন তিনি।

স্থানীয় পুলিশ বলছে, এ ঘটনার পর স্থানীয় ওই বাড়ির মালিক থানায় ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে। ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য ফরেনসিক গবেষণাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই নারীর আত্মহত্যার কারণ জানতে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পৃথক এক ঘটনায় মুয়াইলিয়াহ থেকে ভারতের এক পুরুষ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় ওই শ্রমিকও সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ দু`ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

এসঅাইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।