লিবিয়া উপকূলে ৯ শরণার্থীর মৃত্যু
ইউরোপের উদ্দেশ্যে সাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া উপকূলে নয় শরণার্থীর মৃত্যু হয়েছে। রোববার তাদের বহনকারী নৌকা ডুবে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে আরো শতাধিক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। রেড ক্রিসেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার শরণার্থী ইস্যু নিয়ে ইউরোপের ছয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছে ব্রিটেন। ভূমধ্যসাগরে তিন দিনে সাড়ে তিন হাজার শরণার্থীর মৃতদেহ উদ্ধারের পর জরুরিভাবে এ বিষয়ে বৈঠক করেন ইউরোপীয় নেতারা।
লিবিয়া উপকূল থেকে এ পর্যন্ত ৫শ ৮৬ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্টের মুখপাত্র মালেক মার্সিট। এরা মূলত বাংলাদেশ এবং সুদানের নাগরিক। ওই দলে ১১ শিশু এবং ৬০ নারীও ছিল। তবে সাগরে ডুবে যে ৯ জনের মৃত্যু হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
টিটিএন/এমএস