বিশ্বের দীর্ঘ উড়োজাহাজের ছবি প্রকাশ


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২১ মার্চ ২০১৬

বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ এয়ারল্যান্ডার-১০ এর ছবি প্রকাশ করা হয়েছে। উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে চালানোর আগে এ ছবি প্রকাশ করা হয়। সোমবার উড়োজাহাজটির কাজ শেষ করে এটি উন্মুক্ত করার কথা রয়েছে।

৯২ মিটার লম্বা এই উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় ১৮ মিটার বেশি লম্বা। ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (এইচএভি) এ উড়োজাহাজটির নকশা করেছে এবং দীর্ঘ ৯ বছর ধরে এটি তৈরি করা হয়েছে। টানা তিন সপ্তাহ আকাশে উড়তে পারবে। জ্বালানি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে হিলিয়াম।

airlander

যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারক্র্যাফট হ্যাঙ্গার বেডফোর্ডশায়ারের কার্ডিংটনে এটি তৈরি করা হয়েছে এবং এখান থেকেই এ উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে উড়ানো হবে। এ উড়োজাহাজটি বাতাসের চেয়ে সামান্য ভারি হওয়ায় পানি ও বরফসহ যেকোন স্থানে অবতরণ করতে পারবে।

নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিকেলস বলছে, দীর্ঘ এ উড়োজাহাজটি কোনও শব্দ করে না এবং বায়ু দূষণও করবে না। ফলে আকাশপথে যাতায়াতে এটি নতুন যুগের শুরু করবে। এছাড়া ২০১৮ সালের মধ্যে আরও ১২টি এয়ারল্যান্ডার তৈরি করতে পারবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। এয়ারল্যান্ডার ভারী মালামাল বহন করার পাশাপাশি ৪৮ জনেরও বেশি যাত্রী বহন করতে পারবে। বিবিসি।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।