`আরব বসন্ত` ইউরোপের সৃষ্টি : তিউনিশিয়ার প্রেসিডেন্ট
বেজি সাইদ এসসেবসি (৮৯)। ২০১৪ সালে তিউনিশিয়ার ধর্মনিরপেক্ষ নিদা তিউনিস পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে ১৯৮১ থেকে ১৯৮৬ সালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও ২০১১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার দেশটির স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে তিউনিশিয়ার সরকার বিরোধী গণ অভ্যূত্থানের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। সেই সময় তিউনিশিয়ার গণজোয়ার আরব বিশ্বে ব্যাপক তোলপাড় শুরু করে। পরে এটি আরব বসন্ত হিসেবে পরিচিত পায়।
কিন্তু তিউনিশিয়ার এই প্রেসিডেন্ট ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাতকারে এটিকে আরব বসন্ত বলতে নারাজ। তিনি ওই গণআন্দোলনকে `তিউনিশিয়ার বসন্ত` বলে দাবি করেছেন। একই সঙ্গে `আরব বসন্ত` ইউরোপের সৃষ্টি বলে দাবি করেছেন তিনি। তার সাক্ষাতকারের চুম্বক অংশ জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
ওয়াশিংটন পোস্ট : মি. প্রেসিডেন্ট, তিউনিশিয়ার স্বাধীনতা দিবসে আপনাকে অভিনন্দন।
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াশিংটন পোস্ট : আরব বসন্তের পঞ্চম বার্ষিকীতে আপনাকে যখন লোকজন অভিনন্দন জানায়, তখন আপনি কি মনে করেন?
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : তিউনিশয়ার বসন্ত।
ওয়াশিংটন পোস্ট : আরব বসন্ত কেন নয়?
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : কারণ আরব বসন্ত ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি; এটা তিউনিশিয়ারও সৃষ্টি নয় আরবেরও নয়। ২০১১ সালে ফ্রান্সে জি-৮ এর সম্মেলনে আমি প্রথম এটি শুনেছি। তখন আমার প্রতিক্রিয়া ছিল যে আরব বসন্ত বলে কিছু নেই।
ওয়াশিংটন পোস্ট : আপনি কেন এটাকে তিউনিশিয়ার বসন্ত বলেন?
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : তিউনিশিয়ায় এটার শুরু হয়েছিল।
ওয়াশিংটন পোস্ট : পাঁচ বছর আগে যে তিউনিশিয়ার জন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল, তিউনিশিয়ার আজকের অবস্থা কি সেরকম?
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : অবশ্যই! মানুষ মর্যাদা এবং স্বাধীনতার জন্য একটি বিপ্লব করেছিল। ব্যক্তিগত পর্যায়ে সামাজিক উন্নতি ছাড়া কোনো স্বাধীনতা নেই। মর্যাদার অর্থ হচ্ছে তিউনিশিয়া গত ২৩ বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের অধীনে ছিল- আমি একনায়কতন্ত্র শব্দটিকে পছন্দ করি না, এ সময় স্বাধীনতা ও মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছিল।
ওয়াশিংটন পোস্ট : আপনার দেশে আপনি অবাধ নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। এতে আপনার অনুভূতি কেমন?
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : আমি গর্বিত। এটি একটি দীর্ঘ কর্মজীবনের সর্বোচ্চ পাওয়া।
ওয়াশিংটন পোস্ট : এই পর্যায়ে এসে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, স্বাধীনতা অথবা নিরাপত্তা?
প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসি : নিরাপত্তা ছাড়া স্বাধীনতা নেই। স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের নিরাপত্তা প্রয়োজন এবং নিরাপত্তা ছাড়া এতে বিশৃঙ্খলা তৈরি হয়। (সংক্ষেপিত)
এসআইএস/এবিএস