কাউন্সিল দেখে ইউপি আত্মসাৎ করতে চাচ্ছে সরকার : বিএনপি


প্রকাশিত: ০৩:১১ পিএম, ২১ মার্চ ২০১৬

কাউন্সিলে বিপুল মানুষের সমাগম দেখে ক্ষমতাসীনরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ আত্মসাৎ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দরটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকার বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে বিপুল মানুষের সমাগমে স্বতঃস্ফুর্ততা দেখে আরো বেশি ক্ষেপে উঠেছে। তাই এখন একচোখা দানবের মতো বাহুবলে পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ আত্মসাৎ করার চেষ্টা করছে। মনে হচ্ছে পতনের আগে এটা যেন তাদের মরণ কামড়।

তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুস্কৃতিকারীও বটে। কারণ তারা নির্বাচন নিয়ে বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডকে আশকারা দিচ্ছে। কমিশন নিজস্ব শক্তিকে অস্বীকার করে সরকারের পদলেহন করার জন্যই দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসস্তুপে পরিণত করেছে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনাদের সকল অপকর্মের জবাব দিতে হবে। আর এ জন্য আপনাদের বিচারের মুখোমুখি করা হবে। তাই এখনও সময় আছে অপকর্মের পথ থেকে সড়ে আসুন। ভালো হন। অন্যথায় এর পরিণতি ভয়ঙ্কর হবে।

ক্ষমতাসীনরা নির্বাচনে ধারাবাহিকভাবে ধানের শীষের কর্মী, সমর্থক ও নেতাদের বিরুদ্ধে পাশবিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী ক্যাডাররা ও প্রশাসন যন্ত্র নির্বিচারে হিংসা শক্তি প্রয়োগ করে যাচ্ছে। নির্বাচনকে ভোটারশুন্যভাবে অনুষ্ঠিত করার  জন্য অবৈধ সরকার বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে চালাচ্ছে নিয়মিত পুলিশি চিরুনী অভিযান এবং ভয়ঙ্কর নির্যাতন।

বিএনপির এই নেতা বলেন, পুলিশি চিরুনী অভিযানের সময় আওয়ামী গুন্ডারাও সশস্ত্রভাবে এসেছে পুলিশ-আনসার ও র্যাবের বেষ্টনীর মধ্যে। এই বেষ্টনী যেন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য।

রিজভী অভিযোগ করে বলেন, স্থানীয় নির্বাচনে সকল পদগুলো সরকার একচেটিয়া অধিকারে রাখার জন্য পৌরসভা মেয়র ও ইউপি চেয়ারম্যানের পদগুলো দখল ও কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে হাসিনামুক্ত নির্বাচনের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তামুক্ত নির্বাচন হতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।