কিউবায় পরিবর্তন হবে : ওবামা


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ মার্চ ২০১৬

তিনদিনের ঐতিহাসিক সফরে কিউবার কমুউনিস্ট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার তিনি বলেন, কিউবায় পরিবর্তন হবে এবং কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো সেটি বুঝতে পারছেন। খবর বিবিসির।

১৯৫৯ সালের বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফর করছেন। যা কয়েক দশক ধরে দুই দেশের শত্রুতার অবসানে যুগান্তকরী।

সোমবার আরো পরের দিকে দুই দেশের বাণিজ্য বিষয়ে এ দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। এর আগে রোববার রাজধানী হাভানার জোস মার্টি বিমানবন্দরে ওবামাকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান, যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল।

কয়েক দশক ধরে এ দুটি দেশের মাঝে অত্যন্ত তিক্ত সম্পর্ক চলে আসছে। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার স্বৈরশাসক ফুলজেন্সিও বাতিস্তাকে উৎখাত করে কমুনিস্ট নেতা ফিদেল কাস্ত্রো ক্ষমতায় এলে দেশ দুটির সম্পর্কে ব্যাপক ফাটল ধরে। এর জেরে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

তবে ওবামা ক্ষমতায় আসার পর কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন। দুই বছরের গোপন আলোচনার পর ২০১৪ সালে দুই দেশের মাঝে পুনরায় সম্পর্ক স্থাপনের ঘোষণা দেওয়া হয়।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।