পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্র গ্রেফতার


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৪

সারদা কেলেঙ্কারির তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার জেরার পর দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিধান নগরের সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। তাকে মোট দুই দফা জেরা করা হয়। বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে প্রশ্ন করেন গোয়েন্দারা।

জানা গেছে, বেশ কিছু প্রশ্নের উত্তর অসংলগ্ন থাকায় মন্ত্রীর ওপর সন্দেহ গাঢ় হয়। ৫ ঘণ্টা ২০ মিনিট পর তাকে গ্রেফতার করে সিবিআই।

গোয়েন্দাদের দাবি, বেশির ভাগ প্রশ্নেরই যথাযথ উত্তর দিতে ব্যর্থ হয়েছেন মন্ত্রী। এর ফলেই তাঁকে গ্রেফতার করা হয়।

সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় মন্ত্রী মদন মিত্রকে এর আগেই সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রথমে বেসরকারি ও পরে সরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকায় সেই তলবে সাড়া দিতে পারেননি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই সিবিআই দপ্তরে তার হাজিরা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই মন্ত্রী জানিয়ে দেন, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে তার আপত্তি নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।